আমিরাতে বিজয়নগর ফ্যামিলির সভাপতি ইকবাল সম্পাদক খলিলুর
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার আমিরাত প্রবাসীদের সংগঠন ‘বিজয়নগর ফ্যামিলির’ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুবাইয়ের একটি রেস্টুরেন্টে এ কমিটির নাম ঘোষণা করা হয়। এতে কাজী ইকবাল হোসেনকে সভাপতি ও মো. খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি কাজী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম চৌধুরী, সিনিয় যুগ্ম সম্পাদক করা হয় আকতার সোলায়মানকে। কমিটি গঠন শেষে সংক্ষিপ্ত সভায় নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, বিজয়নগরের সকল মানবিক কাজে এই সংগঠন কার্যকরী ভূমিকা পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক শাহ মাকসুদ, আরব আমিরাতের ব্যবসায়ী দেলোয়ার আহমেদ, বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র সভাপতি সিরাজুল হকসহ আরও অনেকে।
এমআরএম/জেআইএম