দক্ষিণ আফ্রিকায় চার বাংলাদেশি নিখোঁজ
ফারুক আস্তানা, দক্ষিণ আফ্রিকা থেকে
দক্ষিণ আফ্রিকায় চার বাংলাদেশি নিখোঁজের ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। ২৯ আগস্ট দেশটির ফ্রি স্টেইট প্রদেশের উইনবার্গ থেকে তারা নিখোঁজ হন।
গত এক সপ্তাহেও তাদের না পাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করেছেন নিখোঁজদের এক বড় ভাই। পুলিশের সূত্র দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমগুলো।
জানা গেছে, স্থানীয় মুদ্রা ৭০ হাজার রেন্ড সঙ্গে নিয়ে মুকিত রাসেল আবদুল, খুরশিদ আলম, সিন্দুর হোসেন ও মোশিম মাহম্মদ গাড়ি নিয়ে দোকানের মাল কেনার জন্য দেশটির ওয়েলকোমের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন তারা।
দেশটির ফ্রি স্টেট প্রদেশ পুলিশের মুখপাত্র কর্নেল থান্দি এমম্বো গণমাধ্যমে জানিয়েছেন, মামলাটি উইনবার্গ থানায় নিখোঁজ ব্যক্তিদের একজনের ভাই করেছেন। পুলিশ তাদের খুঁজে বের করার জন্য কাজ করে যাচ্ছে।
এমআরএম/এমএস