কুয়েতে রাষ্ট্রদূতের সঙ্গে মানি এক্সচেঞ্জ প্রতিনিধিদের সাক্ষাৎ

জসিম উদ্দিন ভূঁইয়া, কুয়েত
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সঙ্গে এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তা কল্যাণ সংস্থার প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তারা অবৈধ হুন্ডির লেনদেন বন্ধে উদ্যোগ নিতে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি পেশ করেন।
বুধবার (২৪ নভেম্বর) কুয়েতের বাংলাদেশ দূতাবাসে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি পেশ করেন এক্সচেঞ্জ কোম্পানি কর্মকর্তা কল্যাণ সংস্থার প্রতিনিধিরা।
সংস্থার সভাপতি আ ক ম আজাদের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কুয়েতের বিভিন্ন একচেঞ্জ কোম্পানির সিনিয়র একচেঞ্জ কর্মকর্তারা। তারা হলেন-আবদুল বাতেন মোল্লা, আজাদ হোসেন, রফিকুল আলম সুমন, আনোয়ার হোসেন, মু. আমির হোসাইন মজুমদার, মো. আমিনুল ইসলাম, মাহফুজুর রহমান ও মো. শহীদ উল্লাহ। কর্মকর্তারা প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে পাঠাতে প্রতিবন্ধকতা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় রাষ্ট্রদূত একচেঞ্জ কোম্পানি কর্মকর্তা কল্যাণ সংস্থা, কুয়েতের আত্মপ্রকাশকে স্বাগত জানান। এছাড়া সংস্থার বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহমূলক প্রচারণার ভূয়সী প্রশংসা করেন তিনি। রেমিট্যান্স সংগ্রহে বাংলাদেশের ব্যাংকগুলোকে কুয়েতে প্রতিনিধি নিয়োগে সহায়তা করা হবে বলেও জানান তিনি। এ সময় তিনি সংস্থার কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়েন প্রবাসীদের কৃতিত্বের কথা স্মরণ করেন।
কেএসআর/এএসএম