মালদ্বীপে একদিনে ৮১৬ জনের করোনা শনাক্ত

মোহাম্মদ মাহামুদুল
মোহাম্মদ মাহামুদুল মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৪ জানুয়ারি ২০২২
ছবি: সংগৃহীত

মালদ্বীপে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮১৬ জন। এর মধ্যে রাজধানী মালে ৪১৩। আইল্যান্ডগুলোতে ২৪৯। বিভিন্ন পর্যটনকেন্দ্রে ৯২ ও অন্যান্য ১৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৪৫১ জনের।

গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫টি নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের এসব ফলাফল পাওয়া যায়। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা, নিয়মিত সংবাদ বুলেটিনে করোনাভাইরাসের সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য সুরক্ষা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে বৃহত্তর রাজধানী অঞ্চল থেকে ৩ হাজার ৪৮৬টি নমুনা রয়েছে। রাজধানী এলাকায় করোনায় আক্রান্তের হার ১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৫ হাজার হাজার ৫৬ জন। এখন পর্যন্ত মালদ্বীপে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৪ জন। করোনা আক্রান্ত রোগী রয়েছে ৫ হাজার ১১৮ জন, হাসপাতালে ভর্তি ২৫ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com