পদ্মা সেতু প্রবাসেও হৃদয় ছুঁয়ে যায়

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৭ জুন ২০২২
ফাইল ছবি

শাহ সুহেল আহমদ, ফ্রান্স (প্যারিস) থেকে

পদ্মায় উদ্বোধন হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। কিন্তু এর জৌলুস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। উচ্ছ্বসিত ফ্রান্স প্রবাসীরাও। তারা বলছেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের পরিচায়ক ও তার রাজনৈতিক দর্শনের ভার বহন করছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন তারা।

ফ্রান্স প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আলাদা আবেগের জায়গা তৈরি করেছে এই সেতু। এমন অনেক প্রবাসীর সঙ্গে কথা হয়েছে, যারা বর্তমান সরকারের ঘোর সমালোচক। সেই তারাই এই সেতু উদ্বোধনের পর সরকারের প্রশংসা করছেন। বলছেন- এমন একটা বড় প্রজেক্ট নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা সত্যিই কল্পনাতীত ছিল।

সেই অসাধ্যকে সাধন করে দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলমত নির্বিশেষে সবাই পদ্মা সেতুর জন্য উচ্ছ্বসিত। যারা আগে সরাসরি এর বিরুদ্ধে কথা বলেছিলেন, আজ তারাও আনন্দ নিয়ে কথা বলছেন।

jagonews24

তরুণ প্রবাসী আজিরুল ইসলাম বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা নদীকে ঘিরে আমার রয়েছে অনেক সুখ, দুঃখ ও হাসি কান্নার স্মৃতি তাই প্রবাসে থেকেও পদ্মা সেতুর উদ্বোধন আমার হৃদয়কে ছুঁয়ে যায়।

প্যারিস বন্ধু খ্যাত সুব্রত ভট্টাচার্য শুভ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাধাকে ডিঙিয়ে পদ্মা সেতুকে বাস্তবে রূপ দিয়েছেন। তিনি যে নজির স্থাপন করেছেন তা বিশ্বে বিরল। অনেক আধুনিক দেশ তাকে অনুসরণ করবে।

ফ্রান্স আওয়ামী লীগে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস বলেন, পদ্মা সেতুকে আলোর মুখ দেখিয়ে প্রধানমন্ত্রী প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটা সবচেয়ে বড় এবং চ্যালেঞ্জিং অবকাঠামো প্রকল্প। ভবিষ্যতের ট্রান্স এশিয়া রেলপথ নেটওয়ার্কের জন্য পদ্মা সেতু গুরুত্বপূর্ণ অংশ হবে।

সেতু প্রকল্পটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে উদ্ভাবনী অথচ চ্যালেঞ্জিং হিসেবে গণ্য করছেন প্রবাসীরা। বিশ্বের প্রতিযোগিতামূলক যোগাযোগ কৌশল ও বিনিয়োগ চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ চমক দেখিয়েছে।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]