আমিরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু

মুহাম্মাদ ইছমাইল
মুহাম্মাদ ইছমাইল মুহাম্মাদ ইছমাইল , আরব আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ লোকমান (৪৯) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। লোকমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানায়। ১৫ বছর ধরে তিনি আমিরাতে অবস্থান করছিলেন।

জানা গেছে, গত ৩০ জানুয়ারি কর্মস্থলেই হৃদরোগে আক্রান্ত হন লোকমান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) আমিরাতের সময় দিবাগত রাত সাড়ে ৩টায় লোকমানের মরদেহ শারজা এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পাঠানো হয়। শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

আরও পড়ুন: গত কয়েক মাসে ওমরাহ পালনে গিয়ে ১২৩ বাংলাদেশির মৃত্যু, নিখোঁজ অনেকে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মরদেহ বিমানবন্দর থেকে হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নে নিজ বাড়িতে নেওয়া হয়। জোহর নামাজের পর তার জানাজা সম্পন্ন হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

লোকমান ছিপাতলী ইউনিয়নের কালু মাজির বাড়ির আবদুল হামিদের ছেলে। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ আত্মীয়স্বজন রেখে যান।

ইএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com