জার্মানিতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বিএনপির জার্মানি শাখার উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩ জুন) ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। আলোচনা সভায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
বিএনপির জার্মান শাখার সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার পরিচালনায় সভায় বাংলাদেশ থেকে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এছাড়াও বক্তব্য দেন কমিউনিটি লিডার ড. আবুল আমানউল্লাহ, ফিরোজ আহমেদ, মোজাম্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, মঞ্জু সরকার, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগসহ আরও অনেকে।
আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনের ওপর আলোকপাত করে বলেন, দেশ ও জাতির কল্যাণে শহীদ জিয়া তার জীবন উৎসর্গ করে গেছেন। স্বাধীনতার ঘোষণা এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। সবার রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
বক্তারা আরও বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের স্বার্থ হাসিলের জন্য দেশকে এক অজানা গন্তব্যে ঠেলে দিয়েছে। সরকার মানুষের ভোটের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতাকে কেড়ে নিয়ে মানুষের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। জার্মানি বিএনপি নেতারা অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবি জানান।
এমআরএম/এএসএম