বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের পঞ্চম বর্ষে পদার্পণ

ফারুক আহাম্মেদ মোল্লা
ফারুক আহাম্মেদ মোল্লা ফারুক আহাম্মেদ মোল্লা বেলজিয়াম থেকে
প্রকাশিত: ০১:১২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

দেখতে দেখতে পঞ্চম বর্ষে পদার্পণ করলো বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন। প্রবাসের মাটিতে যাযাবরের মতো যাপিত জীবন। সে জীবনও খোঁজে ভালোলাগার, ভালোবাসার কিছু মুহূর্ত। মন ফিরে যায় দূর অজানায়।

স্মৃতি বিজড়িত কখনো সে মন আনন্দে বিভোর, কখনো বুক ভারী হয়ে আসে কি যেন না পাওয়ার হতাশায়। চোখ বুজলেই মাতৃভূমির চিকচিক করা চোখের জলে বহতা জীবন, বয়ে চলা প্রবাসী বাংলাদেশিদের এসব দিন রাত্রী। জীবন আর জীবিকার তাগিদে দূর প্রবাসে শত ব্যস্ততার মাঝেও, মন চায় দেশীয় সংষ্কৃতি, কৃষ্টির আবহকে ধরে রাখতে।

বিজ্ঞাপন

সেই লক্ষ্যে প্রবাসে মাটিতে গড়ে তোলা হয় বেলগো বাংলা। বছরের পর বছর অনেক চড়াই, উৎরাই পেরিয়ে আজ পাঁচ বছর পূর্ণ করলো বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশন। এই সময়ে বেলগো বাংলার আয়োজনে পহেলা বৈশাখ, পিঠা উৎসব, বনভোজন, বিভিন্ন সামাজিক ও জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলজিয়ামে ছড়িয়ে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল বেলগো বাংলার নিরন্তর প্রেরণার উৎস। পাশাপাশি ভ্রাতৃ-প্রতীম স্থানীয় বেলজিয়াম এবং পার্শ্ববর্তী দেশসমূহ থেকে আগত অতিথিরা এসব অনুষ্ঠানকে দিয়েছে সর্বজনীনতা। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে বেলগো বাংলার স্বপ্ন, প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি শিশুদের মাঝে দেশের ঐতিহ্যকে সঠিকভাবে প্রদর্শন করা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যেন, মাতৃভূমির সংস্কৃতিকে হারিয়ে না ফেলে। বেলগো বাংলার অভিলাষ, সামাজিক মেলবন্ধনে মানবিক আর মানসিক উৎকর্ষতার। বেলগো বাংলার বিশ্বাস, মুক্ত মন আর মুক্ত চিন্তা খুলে দেবে প্রগতির অবিরত দুয়ার। বেলগো বাংলার প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা। শুভ বেলগো বাংলা, জয়তু বাংলাদেশ।

জয় হোক বাংলা সংস্কৃতির-জয় হোক বাংলা গানের-জয় হোক বেলগো বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের। ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বেলগোবাংলার সদস্যদের উপস্থিতিতে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

তবে আগামী ২০২৪ সালের ১৯ মে এই শুভক্ষণ এবং বৈশাখী উৎসব খুবই জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য, সাইদুর রহমান লিটন, তপন রায়, শরিফুল ইসলাম মনজু, চয়ন রায়, হাবিবুল হাসান সোহাগ, জসিম উদ্দিন, মহসিন হোসেন, মান্নান মিয়া, রোমানমিয়া, মাহফুজ সিকদার, আশীষ শীল ও জুয়েল মিয়াসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/এমএস/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com