জাঁকজমকভাবে ইডিপির দশম বর্ষপূর্তি উদযাপন

জাঁকজমকভাবে অ্যাম্পাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্টের (ইডিপি) দশম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। ২৬ এপ্রিল নিউইয়র্কের একটি কমিউনিটিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমন্ত্রিত অতিথি, শুভানুধ্যায়ী এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে উপস্থাপনা করেন শারমিন সোনিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আশিকুর রহমান আশিক, ইডিপির ম্যানেজার আব্দুল্লাহ জুবায়ের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেটের সিনেটর জন লিউ। তিনি প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন। নিউইয়র্ক সিটির মেয়র অফিসের পক্ষ থেকে ইডিপিকে একটি বিশেষ ঘোষণাপত্র দেন। একই সঙ্গে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার জেনিফার রাজকুমার ইডিপির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরেকটি ঘোষণাপত্র দেন।
অনুষ্ঠানে ইডিপির কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন সিটি কাউন্সিল মেম্বার শাহানা হানিফ। শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন ইডিপির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আম্বিয়া ও প্রেসিডেন্ট এম এস আলম।
কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ, নিউইয়র্ক সিটি কাউন্সিল এবং স্টেট অ্যাসেম্বলি ইডিপিকে সম্মাননা ক্রেস্ট ও অ্যাওয়ার্ড দেন।
অনুষ্ঠানে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিংবদন্তি বাংলা চলচ্চিত্র অভিনেতা আহম্মেদ শরীফ এবং তার স্ত্রী।
দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী চন্দ্রা রায় অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী গান পরিবেশন করে অতিথিদের মুগ্ধ করেন এবং সবার হৃদয় ছুঁয়ে যান।
গণমাধ্যম সহযোগিতায় ছিলেন মিলেনিয়াম টেলিভিশনের প্রেসিডেন্ট, মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদের নেতৃত্বাধীন অফিসিয়াল দল। এছাড়া, ইটিভির প্রতিনিধি এবং ইউএসএ নিউজ অনলাইনের সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার করেন।
এমআরএম/জিকেএস