রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগ স্বাগত জানালো আসিয়ান

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১২ জুলাই ২০২৫
শুক্রবার শেষ হয় ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন আসিয়ান জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের ওপর জোর দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার সরকারি সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, শুক্রবার (১১ জুলাই) ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভা শেষে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে আসিয়ান বলেছে, রাখাইনের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও পুনর্মিলন জোরদারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা রাখাইন রাজ্যে শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মিয়ানমারের প্রচেষ্টাতে আসিয়ানের ধারাবাহিক সমর্থন পুনর্ব্যক্ত করছি। আমরা সব সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত এবং বাস্তুচ্যুতদের নিরাপদ, সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ স্বেচ্ছায় প্রত্যাবাসনে গুরুত্বারোপ করছি।

মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার চলমান সহযোগিতা এবং যাচাইকৃত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নেওয়া দ্বিপাক্ষিক উদ্যোগকেও স্বাগত জানিয়েছে আসিয়ান। বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা প্রত্যাবাসন প্রক্রিয়ায় আসিয়ানের চলমান সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা করছি। বিশেষত প্রাথমিক প্রয়োজন মূল্যায়ন (পিএনএ) অনুযায়ী প্রস্তাবিত প্রকল্পগুলোর বাস্তবায়নের মাধ্যমে।

এছাড়াও, আসিয়ান আশা করছে যে শিগগির একটি সমন্বিত প্রয়োজন মূল্যায়ন (সিএনএ) পরিচালনার উপযোগী পরিবেশ তৈরি হবে। এতে আসিয়ান মহাসচিবকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় কার্যকরভাবে অবদান রাখার জন্য সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করার আহ্বান জানানো হয়েছে।

মালয়েশিয়ার সভাপতিত্বে ৮ জুলাই শুরু হওয়া ৫৮তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সভা ও সংশ্লিষ্ট বৈঠকের শেষ দিন ছিল ১১ জুলাই। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অন্তর্ভুক্তি ও টেকসইতা’। চার দিনের এই সম্মেলনে আসিয়ান ও তাদের বাইরের অংশীদার দেশগুলোর দেড় হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

কেএসআর/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]