কুয়াশাচ্ছন্ন কুয়ালালামপুর উপভোগে নগরবাসী

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৫ পিএম, ২৩ অক্টোবর ২০২৫

রাজধানী কুয়ালালামপুরে এ সপ্তাহে ঠান্ডা আবহাওয়া অনুভূত হচ্ছে। শীতল হাওয়া আর কুয়াশাচ্ছন্ন সকাল নগরীর আকাশপটে এনেছে এক ভিন্ন আবহ, যা অনেকের কাছে যেন বিদেশি নগরীর অভিজ্ঞতা মনে হচ্ছে।

নগরবাসী সামাজিক মাধ্যমে এই অস্বাভাবিক ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া নিয়ে নানা মন্তব্য করছেন। কেউ পোস্ট করছেন পেট্রোনাস টুইন টাওয়ারের কুয়াশায় মোড়া ছবিগুলো, কেউ আবার হালকা রসিকতায় ভাগ করছেন তাদের অভিজ্ঞতা।

ফেসবুক ব্যবহারকারী মো. ফয়সাল আলিয়াস লিখেছেন, ‌‘‘এই ঠান্ডা আবহে কুয়ালালামপুরকে যেন আন্তর্জাতিক শহর মনে হচ্ছে—যতক্ষণ না রেডিওতে শোনা যায়, ‘জালান তুন রাজাক’-এ ট্রাফিক জ্যাম!” তিনি মজা করে আরও লেখেন, ‘কুয়াশায় ঢাকা পেট্রোনাস টাওয়ারগুলো যেন মালয়েশিয়ার নিজস্ব আইফেল টাওয়ার।’

অন্যদিকে, এক্স (পূর্বের টুইটার) ব্যবহারকারী ফাতিমাহ লিখেছেন, আজ কুয়ালালামপুর এত ঠান্ডা যে তিন স্তরের পোশাক পরেও কাঁপছি!’

মালয়েশিয়ান আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানীর বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে রাতে আবহাওয়া থাকবে শুষ্ক। দিনের তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। সকালে কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দুপুর ও সন্ধ্যা থাকবে বেশিরভাগ সময় শুকনো।

দৈনিক সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। ২৫ অক্টোবর পর্যন্ত উপদ্বীপের উত্তর ও পূর্বাঞ্চলসহ সাবাহ ও লাবুয়ান ফেডারেল টেরিটরিতে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তর জানায়, এই সময়ে বাতাসের সংমিশ্রণ অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টি এবং প্রবল বাতাসের দীর্ঘস্থায়ী পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এমন ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন সকাল কুয়ালালামপুরবাসীর জন্য নিঃসন্দেহে এক আনন্দদায়ক চমক—যেখানে শহরের কংক্রিটের ভিড়েও প্রকৃতি এনে দিয়েছে স্বস্তির পরশ।

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]