স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৮:২৯ এএম, ৩১ মার্চ ২০১৭

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কুয়েতে। জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার ( ৩০ মার্চ) স্থানীয় সময় রাত ৮টায় কুয়েত সিটির গুলশান হোটেলে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে আব্দুল মতিন স্বপনের সভাপতিত্বে ও টিপু করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা পেশাজীবী দল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহী এমরান শিকদার, প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রনেতা মো. মোশারফ হোসেন জনি। আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা একরামুল হক তোহাব, মাসুদ পাটোয়ারী, বেলায়েত হোসেন ছোট্টু, তৈয়ব গাজী, বিএনপি নেতা বিডি দুলাল সাইফুল ইসলাম, শামীম আহম্মেদ, মো. হানিফ, মকবুল বরকান্দাজ প্রমুখ।

kuwait

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এছাড়াও বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়  সহসাধারণ সম্পাদক ও উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম নুরু হত্যার তীব্র নিন্দা ও  বর্তমান সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।

জেডএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com