যুক্তরাষ্ট্রে নরসিংদী জেলা সমিতির ইফতার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন নরসিংদী জেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১২ জুন) যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী লাহোর কাবাব হাউসে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জাহিদুল হক অরুনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সংগঠনের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন খান, প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্ট্রি বোর্ডের সদস্য কুতুব উদ্দিন, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য নাজমুল হোসেন খান, আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , বাংলাদেশ সোসাইটির কোষাধক্ষ্য মোহাম্মদ আলী, সংগঠনের সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য ডাক্তার নাজমুল হোসেন খান ও মো. শামসুল হক, সাবেক সভাপতি ও ইফতার মাহফিলের আহ্বায়ক আজহারুল ইসহাক খোকা ও সাবেক সাধারণ সম্পাদক ও ইফতার মাহফিলের সদস্যসচিব জসিম উদ্দিন খোন্দকার, ইফতার মাহফিলের সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম ভূঁইয়া, বলাকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েটসের সভাপতি মো. মাহবুবুর রহমান,আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শামীম আহসান জুয়েল, ইঞ্জিনিয়ার রশিদ , ইয়েলো সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, প্রবাসী নরসিংদী জেলা সোসাইটির সহ সভাপতি শামীম গফুর, ইয়েলো সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোর্শেদ খান শিবলী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম ভূঁইয়া, ডিজিটাল গ্রাফিক্সের প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, বহ্নি শিখা সাংস্কৃতিক সংগঠনের সভানেত্রী সবিতা দাস, সন্ধান পত্রিকার নির্বাহী সম্পাদক মুস্তাফা কামাল মামুন, নারী নেত্রী নিলুফার ইয়াসমিন ও কানিজ আয়েশা, ব্রুকলিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির আব্দুর রাশিদ বাবু, মোমিনুল হক মিঠু, মো. সুলতান তুশান, কমিউনিটি ব্যক্তিত্ব মো. ফারুকী ও তারেক মারুফ, বিশিষ্ট শিল্পী নাবিলা হোসেন বিভা ও আসিফউজ্জামান প্রমুখ।

আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং আপ্যায়ন করেন নরসিংদী জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি মো. জে মোল্লা সানী, সহ সভাপতি ও বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, সহ সভাপতি মো. হারুন ওর রশিদ, কোষাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক এহ্সানুল হক বাবুল, প্রচার সম্পাদক হাসিবুর রহমান,দফতর সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া, সমাজকল্যাণ সম্পাদক ইকবাল ভূঁইয়া, কার্যকরী কমিটির সদস্য আনোয়ার হোসেন, বেলাল হোসেন, ইকবাল কবির প্রমুখ।
এরআগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল এবং মোনাজাত পরিচালনা করেন ইস্ট এলমহার্স্ট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাইয়ুম।
ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. হোসেন খান ,সভাপতি মো. জাহিদুল হক খান অরুন ,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হারুনুর রশিদ হারুন।
ইফতার ও দোয়া মাহফিল শেষে আমন্ত্রিত অথিতিদের জন্য ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়। এছাড়া সবাইকে আগামী ৩০ জুলাই নরসিংদী জেলা সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ঈদ পুনর্মিলনীতে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়।
এসআর/জেআইএম