আমিরাতে রাত ৮টা থেকে রোববার সকাল পর্যন্ত ঘরে থাকার নির্দেশ

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৬ মার্চ ২০২০

সংযুক্ত আরব আমিরাতে আজ (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. ফরিদা আল হোসানী স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, ‘আজ রাত ৮ টায় সারাদেশে কোভিড-১৯ এর বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে করা হবে। এসময় দেশের বাসিন্দারা নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। কেবলমাত্র খাদ্য, মেডিসিন এর প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। এক্ষেত্রে যাদের বাইরে পাওয়া যাবে সবার ওয়ার্ক পার্মিট পরীক্ষা করে দেখা হবে।’

নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাইরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে বলেও ডা. ফরিদা উল্লেখ করেন।

এসএইচএস/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]