মালয়েশিয়ায় আরও দুটি এলাকা লকডাউন

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের ব্যাপক বিস্তার ঠেকাতে মালয়েশিয়ায় আরও দুটি এলাকা লকডাউন করা হয়েছে। ওই দুটি এলাকা হলো- সেলায়ং পাইকারি বাজার এবং তামান সেরি মুর্নি এলাকা। ওই এলাকাগুলোর প্রবেশদ্বারগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টা থেকে ওই দুই এলাকাতে লকডাউন ঘোষণা করে দেশটির সরকার। চায়না এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বর্তমানে পুরো এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে।

কুয়ালালামপুর ভেজিটেবলস হোলসেলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হুয়াং জিনফা সাংবাদিকদের বলেন, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে হকারদের জানিয়েছে, ১৯ ও ২০ তারিখে বাজারটি খুলে দেয়া হবে না। বর্তমানে এলাকাটি পিডিআরএম এবং সামরিক বাহিনী দ্বারা রক্ষিত।

malaysia

ওই এলাকায় কতজন আক্রান্ত হয়েছেন তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

লকডাউনের পর থেকে অনুমতি স্লিপ থাকলেও কাউকে ভেতরে প্রবেশ বা বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। লকডাউন মেনে চলে এবং বাড়ির ভেতরেই অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে। এর আগে রাজধানী শহরের মসজিদ ইন্ডিয়া এলাকায় দুটি ও একই এলাকায় মেনারা সিটি ওয়ান লকডাউন করা হয়।

এফআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]