সৌদিতে কমেছে মৃত্যু-আক্রান্ত

ক ম জামাল উদ্দীন ক ম জামাল উদ্দীন , সৌদি আরব
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৫ জুলাই ২০২০

সৌদি আরবে ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৯৬০৯ জনে। আজকে মারা গেছে ৫৮ জন। এখন পর্যন্ত মারা গেছে ১৯১৬। আজকে সুস্থ হয়েছেন ১৯৮০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১৪৫২৩৬।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। গত কয়েকদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ হাজারের উপরে থাকলেও আজ ৪ হাজারের নিচে নেমে এসেছে। চিকিৎসাধীন আছে ৬২ হাজার ৩৫৭ জন। এর মধ্যে আশঙ্কজনক ২২৮৩ জন।

আক্রান্ত অঞ্চল গুলোর মধ্যে রিয়াদ ৩৩২ জন, তায়েফ ২৭১ জন, খামিস মুশাইত ২৪২ জন, মক্কা মুকাররমা ২৩০ জন, দাম্মাম ২০৬ জন, আবহা ১৭৭ জন, মদিনা মুনাওয়ারা ১৫৯ জন, জেদ্দা ১৪৯ জন, বুরাইদা ১১৪ জন, মাহাইল আসির ১১৪ জন, কাতিপ ১১১ জন, হাপের আল বাতেন ৮৫ জন, আল খোবার ৭০ জন।

এছাড়া কিছু কিছু অঞ্চলে আরও বেশি নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। গত ডিসেম্বরের শেষদিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই মহামারি। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখ ৮১ হাজার ২৬৫ জন আক্রান্ত হয়েছেন। মোট প্রাণ হারিয়েছে ৫ লাখ ৩১ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬০ লাখের ও বেশি।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]