দ. আফ্রিকায় দুই ভাইয়ের করোনা পজিটিভ, একজনের মৃত্যু

ফারুক আস্তানা
ফারুক আস্তানা ফারুক আস্তানা , দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৩ ডিসেম্বর ২০২০

দক্ষিণ আফ্রিকায় দুই ভাই একসাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোর পাঁচটার সময় দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াস সায়েল (৪৫) মারা যান।

নিহতের ছোট ভাই নবী হোসেনের (৪০) অবস্থা উন্নতির দিকে। তাদের দেশের বাড়ি ফেনী সদর উপজেলার একাডেমি এলাকার স্টেডিয়াম সড়কে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে থেকে তারা করোনা পজিটিভ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ৪০ জনের মতো বাংলাদেশি কোভিড-১৯ এর আক্রান্ত হয়ে মারা গেছে। চিকিৎসাধীন আরও ৫০ জনের মতো।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]