মালয়েশিয়ায় যেতে দূতাবাসের ছাড়পত্র-নোটিশ লাগবে না

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩০ এএম, ৩০ এপ্রিল ২০২১

মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে দূতাবাসের ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগবে না বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। আগামী শনিবার (১ মে) থেকে এ নিয়ম কার্যকর হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) মালয়েশিয়ান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, করোনা পরিস্থিতি শুরুর পর থেকে মালয়েশিয়ায় যেতে ভিসার পাশাপাশি দূতাবাস থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ লাগত।

আগামী শনিবার থেকে ছাড়পত্র ও ভ্রমণ নোটিশ আর লাগবে না। তবে দেশটিতে প্রবেশে করোনা সনদ দেখানোর পাশাপাশি কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]