অক্টোবরের প্রথম সপ্তাহে পুরোপুরি খুলছে থাইল্যান্ড

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১২:০০ পিএম, ২১ জুন ২০২১

কামরুল আলম রানা, থাইল্যান্ড থেকে

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ূত চ্যান ও চা ঘোষণা দিয়েছেন, অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে পুরো থাইল্যান্ড করোনার ভ্যাকসিন নেয়া সকল বিদেশিদের জন্য খুলে দেয়া হবে।

বিজ্ঞাপন

থাই প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে অক্টোবরের মধ্যে দেশ পুরোপুরি পুনরায় চালু হবে, সমস্ত ব্যবসা আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করতে সক্ষম হবে এবং দর্শনার্থীরা দেশজুড়ে ভ্রমণের জন্য সুযোগ পাবে কোনো রকম বিধিনিষেধ ছাড়া।

প্রধানমন্ত্রী বলেন, আমরা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে থাইল্যান্ডকে পুরোপুরি উন্মুক্ত ঘোষণা করতে সক্ষম হওয়ার জন্য পুরোদমে করোনার ভ্যাকসিন কার্যক্রম চালু করে তার জন্য আমরা একটি লক্ষ্য নির্ধারণ করছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

থাইল্যান্ডের ফুকেট দ্বীপকে কোয়ারেন্টাইনবিহীন দেশের প্রথম গন্তব্য হিসাবে স্থাপন করা হয়েছে, যা জুলাইয়ের ১ তারিখ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে, তবে কিছু শর্ত প্রয়োগ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, থাইল্যান্ড খুলে দেয়ার লক্ষ্য অক্টোবরের প্রথম সপ্তাহ সময়ে পড়বে এবং ততদিনে প্রায় ৫০ মিলিয়ন (৫ কোটি) লোক কমপক্ষে কোভিড-১৯ এর ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়ে যাবে।

এ বছরের ২৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডে ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছিল। তিনি বলেন, ইতোমধ্যে আমরা, ছয়টি ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠান- ফাইজার, জনসন অ্যান্ড জনসন, মডার্না, সিনোভাক, সিনোফর্ম এবং অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে করোনাভাইরাসের টিকা সরবরাহের জন্য চুক্তি করেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com