ইরানের পুলিশ সদর দপ্তরের কাছে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৩ এএম, ১৯ জুন ২০২৫
ইরানের পতাকা হাতে এক ব্যক্তি। ফাইল ছবি: এএফপি

ইরানের রাজধানী তেহরানে দেশটির পুলিশ সদর দপ্তরের কাছে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ‘কয়েকজন পুলিশ সদস্য’ আহত হয়েছেন বলে ইরানের পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। খবর: বিবিসির।

দেশটির পুলিশ বিভাগ এই হামলার নিন্দা জানিয়েছে। তার বলছে, হামলায় তাদের কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এতে তাদের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।

এর আগে এদিন ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

ইরানের দাবি, ‘ফাত্তাহ’ নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে।

গত শুক্রবার (১৩ জুন) ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের বেশকিছু পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে আঘাত হানে দেশটি। এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েল লক্ষ্য করে শত শত ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয়।

এর মধ্যদিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধের সূচনা হয়। ছয়দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এতে দুই দেশে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ধ্বংস হয়েছে বহু সামরিক-বেসামরিক স্থাপনা।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।