দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০২:০১ পিএম, ০৭ অক্টোবর ২০২১

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপের উমঝুমখোলো শহরে সড়ক দুর্ঘটনায় বাবলু কাদের (৩৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে রামনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রবাসী বাবলুর মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. জাহাঙ্গীর আলম জানান, গত মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে উমঝুমখোলো শহর থেকে দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে নিজের গাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন বাবলু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন মারা যান।

ইকবাল হোসেন মজনু/ এফআরএম/জিকেএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]