মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবকের নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৪২ এএম, ৩০ অক্টোবর ২০২২

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তার নাম আজিজুর রহমান মোল্লা (২৬)। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বাতাগ্রামে মো. কালাম মোল্লার ছেলে।

শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে নিহত হন আজিজুর।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আজিজুর রহমান চার ভাইয়ের মধ্যে সবার ছোট। তিনি গত প্রায় এক বছর আগে মালয়েশিয়ায় যান। শনিবার তার পরিবারে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথার মাঝারদিয়া ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মো. আফছার উদ্দীন বলেন, প্রায় এক বছর আগে আজিজুর মালয়েশিয়ায় যান। বিদেশ থেকে পাঠানো অর্থেই চলতো তার বাবা-মায়ের সংসার। শনিবার সন্ধ্যার পরে মালয়শিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজিজুর নিহত হয়েছেন বলে সংবাদ পাওয়া যায়।

তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। মালশিয়ায় সালথা এলাকার প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করা হলে দেশে লাশ পাঠানোর বিষয়ে চেষ্টা চলছে বলে জানানো হয়।

এনকেবি নয়ন/এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]