ইতালিতে শীতে তুষার দেখার হিড়িক

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
ছবি: সংগৃহীত

ইতালিতে এবার তুষার দেখার হিড়িক পড়েছে। দেশটিতে এ বছর শীত অনেক বেশি। আজ প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস রোমে। এর মধ্যে বইছে বাতাস। অতিরিক্ত ঠান্ডায় মানুষের জীবনের চলার পথ কঠিন হওয়ার উপক্রম। তবু থেমে নেই প্রবাসী বাংলাদেশিরা। প্রচন্ড ঠান্ডা থামিয়ে রাখতে পারিনি বিনোদনমুখী বাংলাদেশিদের।

jagonews24

প্রতি বছরের মতো এ বছরও শীত উপেক্ষা করে বরফ দেখতে ছুটেছেন আবাল, বৃদ্ধ, শিশু ও কিশোরা। কৃত্রিম বরফের সন্নিকটে নিয়ে যেত মেঘদূতের আয়োজনে মনতে আমিয়াতা সিয়েনা নামক একটি এলাকা লাগো দি বোলসেনা থেকে ২০ কি.উত্তর-পশ্চিমে অবস্থিত। যা রোম থেকে প্রায় ১৮৪ কিলোমিটার দূরে।

বলা হচ্ছে, মনতে আমিয়াতা সিয়েনা প্রকৃতির মনোরম দৃশ্য দেখা যাবে ওই স্থানে। এর ফলে সামাজিক সংগঠন মেঘদূত তুষার দেখার আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশিদের। এটি তাদের ১১তম আয়োজন।

italy2.jpg

জানা গেছে, এই আয়োজন রয়েছে, বিলাস বহুল বাস, যাত্রীদের জন্য একই রকম ক্যাম্পের ব্যবস্থা, সকালের নাস্তা, দুপুর ও বিকেলের খাবার রাখা হয়েছে। যাতায়াতের খরচ বাবদ চল্লিশ ইউরো ধরা হয়েছে। দুই বছর পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়।

আয়োজনের বিষয়ে জানতে চাইলে আয়োজক মেঘদূতের কর্নধার ও শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন মোল্লা বলেন, আমি সবসময় ট্যুর করি নতুন কিছু দেখতে। আনন্দময় সময় কাঁটাতে। এসব আয়োজনে গুণিজনদের সমাগম ঘটাতে চেষ্টা করি। যদি এ থেকে কোনো অর্থ অবশিষ্ট থাকে তাহলে তা শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের কাজে ব্যবহার করা হয়।

এমআরএম/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]