কুয়েতে আগুনে পুড়ে তিন প্রবাসীর মৃত্যু, একজনের বাড়ি কেরানীগঞ্জে

জিসান মাহমুদ
জিসান মাহমুদ জিসান মাহমুদ , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০২ জুন ২০২৩

কুয়েতে বাংলাদেশ অধ্যুষিত এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে তিন প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা ৭টায় জিলিব আল শুয়েখের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। তার নাম মোহাম্মদ ইমরান। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ছুটে যায়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন: বাংলাদেশিদের আড়াইগুণ বেতনে ভারত থেকে কর্মী নেবে কুয়েত

কুয়েতের জেনারেল ফায়ার ফোর্সের জনসংযোগ ও মিডিয়া বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলিব আল শুয়েখ এলাকায় একটি বাড়িতে আগুন লাগে। এতে তিন এশীয়র মৃত্যু হয়।

ভবনটিতে প্রচুর পরিমাণে স্টোরেজ, লোহার দরজা, পার্টিশন বসানো শয়নকক্ষ এবং করিডোর ছিল বলে জানায় ফায়ার ফোর্স।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেডএইচ/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com