মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে শিশুচিত্রাঙ্কন প্রতিযোগিতা


প্রকাশিত: ০৩:০৯ পিএম, ১৩ মার্চ ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জম্মদিন ও শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। আগামী বুধবার বিকেল পাঁচটায় বাংলাদেশ হাইকমিশন চত্ত্বরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Bangabandhu

আয়োজকরা জানান, পাঁচ থেকে ১৩ বছর বয়সী শিশুরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আগ্রহীদের প্রতিযোগিতার জন্য ড্রয়িং পেপার ও রং পেন্সিল সঙ্গে নিয়ে আসতে হবে। আগামী বৃহস্পতিবার ফলাফল প্রকাশ করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক মালয়েশিয়ায় বসবাসরতদের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। মুশাররাত জেবিন, ফার্স্ট সেক্রেটারি (শ্রম), কুয়ালালামপুর বাংলাদেশ দূতাবাস (ফোন -০৩-৪২৫১০৮৪৩)।

এসকেডি/এবিএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]