কাবা শরিফ ও মদিনায় বছরজুড়ে নামাজের ইমামতির পরিসংখ্যান

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০

বছরজুড়ে কাবা শরিফ ও মসজিদে নববির নির্ধারিত সম্মানিত ইমামগণ হারামাইন কর্তৃপক্ষের দেয়া সময়সূচি অনুযায়ী পাঞ্জেগানা ও জুমআর নামাজে ইমামতি করে থাকেন।

সম্প্রতি পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববির সম্মানিত ইমামদের পাঞ্জেগানা ও জুমআর নামাজের পরিসংখ্যান তুলে ধরেছেন হারামাইন ডটইনফো।

১৪৪১ হিজরি সনে ৩৫৫ ওয়াক্ত নামাজে পবিত্র মসজিদে হারাম তথা কাবা শরিফে ৯ জন সম্মানিত ইমাম পাঞ্জেগানা নামাজের ইমামতি করেন। এদের মধ্যে ৮ জন জুমআ নামাজের খুতবা ও ইমামের দায়িত্ব পালন করেন।

মদিনার মসজিদে নববিতেও ১৪৪১ হিজরিতে ৩৫৫ ওয়াক্ত নামাজের ইমামতি করেন ৯ জন ইমাম। কিন্তু এদের মধ্যে ৭ জন জুমআর খুতবা ও ইমামের দায়িত্ব পালন করেন।

তবে গেল বছর শাবান মাসের ১৩ তারিখ মদিনার মসজিদে নববিতে ইশা নামাজের ইমামের দায়িত্ব পালন করেন দুই পবিত্র মসজিদের প্রধান ইমাম ও খতিব শায়খ আব্দুর রহমান সুদাইসি।

Statictis

কাবা শরিফের ইমামতির পরিসংখ্যান
- শায়খ সালেহ বিন হুমাইদ : ফজর ৬৭ দিন, ইশা ১৯ দিন এবং ৪ দিন জুমআর ইমামতি করেন।
- শায়খ ওসামাহ খাইয়্যাত : জোহর ৪৬ দিন, মাগরিব-ইশা ১ দিন এবং ৭ দিন জুমআর ইমামতি করেন।
- শায়খ আব্দুর রহমান সুদাইস : ফজর ৩ দিন, জোহর-আসর ২ দিন, ৩২ দিন মাগরিব, ইশা ৬৩ দিন এবং ৫ দিন জুমআর খুতবা ও নামাজের দায়িত্ব পালন করেন।
- শায়খ সৌদ আল-শুরাইম : ফজর ৩৫ দিন, জোহর-আসর ২০ দিন, মাগরিব ৯ দিন, ইশা ১৬ দিন এবং ৭ দিন জুমআর খুতবাহ ও নামাজের দায়িত্ব পালন করেন।
- শায়খ ফয়সাল ঘাজাঈ : ফজর ৬ দিন, ২৮ দিন জোহর, আসর ৬০ দিন, মাগরিব ১০২ দিন, ইশা ২৯ দিন এবং ৮ দিন জুমআর খুতবা ও ইমামতির দায়িত্ব পালন করেন।
- শায়খ মাহের আল-মুক্বাইকিলি : ফজর ২১ দিন, জোহর ৩৬ দিন, আসর ৭৭ দিন, মাগরিব ৯৮ দিন, ইশা ৭২ দিন এবং জুমআর নামাজের ইমামতি ৭ দিন।
- শায়খ আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি : ফজর-জোহর ৪২ দিন, আসর ১৮ দিন, মাগরিব-ইশা ২২ দিন এবং জুমআ ৫ দিন।
- শায়খ বনদর বিন বালিলাহ : ফজর ৯৫ দিন, জোহর ৩৮ দিন, আসর ৯০ দিন, মাগরিব ৪৭ দিন, ইশা ৫২ দিন এবং জুমআ ৭ দিন।
- শায়খ ইয়াসির আদ-দুসারি : ফজর ৮৬ দিন, জোহর ৯৩ দিন, আসর ৮৮ দিন, মাগরিব ৪৪ দিন, ইশা ৮১ দিন ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।

Statictis-Inner

মদিনার মসজিদে নববিতে ইমামতির পরিসংখ্যান
- শায়খ আলি আল-হুজাইফি : ফজর ৮২, জোহর ৪৬, আসর ৬৩, মাগরিব ৬০, ইশা ২৬ এবং ৮ জুমআর ইমামতি করেন।
- শায়খ আব্দুল বারি আল থুবাইতি : ফজর ৪০, জোহর ৭২, আসর ২, মাগরিব ৫৪, ইশা ৪৬ এবং ৮ জুমআর ইমামতি করেন।
- শায়খ হুসাইন আল-শায়খ : আসর ৪, মাগরিব ১০, ইশা ৫৪ এবং ৬ দিন জুমআর দায়িত্ব পালন করেন।
- শায়খ আব্দুল মুহসিন আল-কাসিম : ফজর ৪০, জোহর-আসর ৩৩, মাগরিব ৭৬, ইশা ৫৪ এবং ৮ জুমআর দায়িত্ব পালন করেন।
- শায়খ সালাহ আল বুদাইর : ফজর ২০, জোহর ১৭, আসর ৬, মাগরিব ১৩, ইশা ৩৩ এবং ৬ জুমআর খুতবা ও ইমামতির দায়িত্ব পালন করেন।
- শায়খ আব্দুল্লাহ আল বুয়াইজান : ফজর ৩৭, জোহর ৫৫, আসর ৬, মাগরিব ৩০, ইশা ৬৭ এবং জুমআর নামাজের ইমামতি করেন ৭ দিন।
- শায়খ আহমাদ বিন হামেদ : ফজর ৫৮, জোহর ৪৫, আসর ১৫০, মাগরিব ৩৫, ইশা ২৪ এবং ৭ জুমআয় ইমামের দায়িত্ব পালন করেন।
- শায়খ খালেদ আল মুহান্না : ফজর ৩৬, জোহর ২৮, আসর ২০, মাগরিব ২৮, ইশা ১৭ ওয়াক্ত নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন।
- শায়খ আহমাদ আল-হুজাইফি : ফজর ৪২, জোহর ৯ আসর ৭১, মাগরিব ৪৯ এবং ৩৩ দিন ইশার নামাজের ইমামতি করেন।

ঈদুর ফিতরের নামাজ
- মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে ঈদুল ফিতরের নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন, মসজিদে হারামের প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

- মদিনার মসজিদে নববির প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।

ঈদুল আজহার নামাজের ইমামতি
-কাবা শরিফে ঈদুল আজহার নামাজ পড়ান : শায়খ ড. আব্দুল্লাহ আওয়াদ আল-জুহানি।
- মদিনায় ঈদুল আজহার নামাজ পড়ান : শায়খ ড. আহমাদ বিন হামেদ।

সূর্যগ্রহণের নামাজ
- পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফে সালাতুল কুসুফের নামাজ পড়ান- কাবা শরিফের প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. ফয়সাল ঘাজাঈ।
- মদিনার মসজিদে নববিতে সালাতুল কুসুফের নামাজের ইমামতি করেন প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. আব্দুল্লাহ বুয়াইজান।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।