সিজদায় নাক নাকি কপাল আগে মাটিতে রাখবেন?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
সিজদায় কপালের পাশাপাশি নাকও জমিনে লাগিয়ে রাখা সুন্নত

সিজদায় কপালের পাশাপাশি নাকও জমিনে লাগিয়ে রাখা সুন্নত। গ্রহণযোগ্য কোনো অসুবিধা ছাড়া নাক না লাগিয়ে শুধু কপাল দ্বারা সিজদা করা মাকরূহ। তবে নাক না লাগিয়ে শুধু কপালের ওপর সিজদা করলে নামাজ আদায় হয়ে যাবে।

নবিজি (সা.) সিজদায় নাক জমিনে লাগিয়ে রাখতেন। আবু হুমাইদ সায়েদি (রা.) বলেন, নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সিজদা করতেন তখন তিনি নাক ও কপাল উভয়টি জমিনে লাগিয়ে রাখতেন। (সুনানে তিরিমিজি, সুনানে আবু দাউদ)

আরেকটি হাদিসে নবিজি (সা.) সাতটি অঙ্গের ওপর সিজদা করার কথা বলেছেন। সেখানে চেহারার কথা বলতে গিয়ে কপাল ও নাকের দিকে ইশারা করেছেন। ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন,

‏ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ عَلَى الْجَبْهَةِ وَأَشَارَ بِيَدِهِ عَلَى أَنْفِهِ ـ وَالْيَدَيْنِ، وَالرُّكْبَتَيْنِ وَأَطْرَافِ الْقَدَمَيْنِ، وَلاَ نَكْفِتَ الثِّيَابَ وَالشَّعَرَ

আমাকে সাতটি অঙ্গের ওপর সিজদা করতে নির্দেশ দেওয়া হয়েছে। কপাল, (এবং তিনি হাত দিয়ে নাকের দিকে ইশরা করে নাককেও এর অন্তর্ভুক্ত করেন,) আর দুই হাত, দুই হাঁটু, দুই পায়ের আঙ্গুলসমূহ। আর আমরা যেন চুল ও কাপড় না গুটাই। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

সুতরাং সিজদায় কপালের পাশাপাশি নাকও মাটিতে রাখতে হবে এ ব্যাপারে সংশয়ের কোনো অবকাশ নেই। কিন্তু সিজদায় যাওয়ার সময় নাক ও কপালের মধ্যে কোনটি আগে রাখতে হবে-এ বিষয়ের সুস্পষ্ট কোনো নির্দেশনা হাদিসে পাওয়া যায় না।

ফকিহদের থেকে এ বিষয়ে দুই ধরনের বক্তব্যই আছে। কোনো কোনো ফকিহ আগে কপাল রাখা তারপর নাক রাখার কথা বলেছেন। যেমন আলাউদ্দীন সমরকান্দী (রহ.), ইমাম কাসানী (রহ.), ইবনে আবেদীন শামী (রহ.) প্রমুখ।

আবার কোনো কোনো ফকিহ আগে নাক রাখার কথা বলেছেন। যেমন ফখরুদ্দীন যায়লায়ী (রহ.), যাইন ইবনে নুজাইম (রহ.), ওমর ইবনে নুজাইম, আলাউদ্দীন হাসকাফী (রহ.) প্রমুখ।

তাই সিজদায় যাওয়ার উভয় পদ্ধতিই সঠিক; আগে নাক বা কপাল যে কোনোটি রাখা যেতে পারে। এর মধ্যে কোনো একটি পদ্ধতিকে সুন্নত বলা যাবে না, কোনোটিকে ভুলও বলা যাবে না।

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।