শায়খ আহমাদুল্লাহর পরামর্শ

পরীক্ষায় ভালো করার আমল ও দোয়া

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ১০ এপ্রিল ২০২৫
যথাযথভাবে পড়াশোনার পাশাপাশি দোয়া করার পরামর্শ দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ

পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা বেশ দুশ্চিন্তায় থাকেন। বিশেষত যে সব পরীক্ষার ফলাফলের ওপর তাদের ভবিষ্যতের পড়াশোনা ও কাজের গতি প্রকৃতি নির্ভর করে। পরীক্ষায় ভালো করার জন্য পড়াশোনা ও ভালো প্রস্তুতির প্রয়োজন তো রয়েছেই। পাশাপাশি ভাগ্যও ভালো থাকতে হয়। আল্লাহর সাহায্য থাকতে হয়। অনেক সময় ভালো প্রস্তুতি থাকার পরও অতি দুশ্চিন্তার কারণে, নার্ভাস হয়ে পড়ার কারণে পরীক্ষা খারাপ হয়ে যায়। তাই আল্লাহর সাহায্য প্রার্থনা এবং আল্লাহর ওপর ভরসা থাকা খুব জরুরী।

সুপরিচিত আলেম ও আলোচক শায়খ আহমাদুল্লাহ তার ভ্যারিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে পরীক্ষায় ভালো করার জন্য পরীক্ষার্থীদের কিছু পরামর্শ দিয়েছেন:

১. ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিন। পড়াশোনায় ফাঁকি দিয়ে শুধু দোয়ার মাধ্যমে পরীক্ষায় ভালো করার চিন্তা করবেন না।

২. বেশি রাত জেগে পড়বেন না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ভোর থেকে পড়া শুরু করুন।

৩. আল্লাহর কাছে দোয়া করুন। পরীক্ষায় যাওয়ার আগে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন।

৪. বেশি বেশি এই দোয়া পড়ুন:

اللهم حاسبني حسابا يسيرا
উচ্চারণ: আল্লাহুম্মা হাসিবনী হিসাবান য়াসীরা)

অর্থ: হে আল্লাহ আমার হিসাব-নিকাশ বা পরীক্ষা সহজ করুন।

৫. আল্লাহর ওপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন এবং নির্ভার থাকুন। ভালো মন্দের ফয়সালা আল্লাহর ওপর ন্যস্ত করে অধিক দুশ্চিন্তা ত্যাগ করুন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, অনেকেই পড়াশোনা না করে, ফাঁকি দিয়ে সময় নষ্ট করে পরীক্ষার আগে দোয়া ও আমল খুঁজে বেড়ান যেন শর্টকাট কোনো পদ্ধতিতে পরীক্ষার বৈতরণী পার হতে পারেন। এটা ইসলামের শিক্ষা নয়। পরীক্ষাসহ যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহ তাআলার সাহায্য চাইতে হয়, তার ওপর ভরসা বা তাওয়াক্কুল করতে হয়। নিজে যথাযথভাবে চেষ্টা না করে শুধু দোয়ার মাধ্যমে সফলতা পাওয়ার চেষ্টা করার শিক্ষা ইসলাম দেয় না।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।