বিনা অনুমতিতে দেওয়ালে পোস্টার লাগানো কি জায়েজ?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৬
বিনা অনুমতিতে দেওয়ালে পোস্টার লাগানো কি জায়েজ? ছবি: আনপ্ল্যাশ

প্রশ্ন: আমাদের দেশে নির্বাচনের মৌসুমে ও অন্যান্য সময়ও ব্যক্তিমালিকানাধীন বাড়িঘরের দেওয়ালে পোস্টার লাগানো হয়ে থাকে। এসব পোস্টারের কারণে দেওয়ালের রঙ নষ্ট হয়ে যায়, মালিক ক্ষতিগ্রস্ত হয়।  বিনা অনুমতিতে এভাবে অন্যের বাড়ির দেওয়ালে পোস্টার লাগানো কি জায়েজ?

উত্তর: ইসলামে কারো মালিকানাধীন সম্পদ তার অনুমতি ছাড়া ভোগ করা বা ব্যবহার করা নিষিদ্ধ। অন্যের সম্পদের ক্ষতি করা নিষিদ্ধ। তাই ব্যক্তিমালিকানাধীন বাড়ির দেওয়ালে বাড়ির মালিকের অনুমতি ছাড়া পোস্টার লাগানো বৈধ হওয়ার কোনো সুযোগ নেই।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। (সুরা বাকারা: ১৮৮)

উবাদা ইবন সামিত (রা.) থেকে বর্ণিত রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন যে, অন্যের ক্ষতি করা যাবে না এবং (ক্ষতিগ্রস্ত হয়ে) ক্ষতির প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও বাড়াবাড়ি করা যাবে না। (সুনানে ইবনে মাজা: ২৩৪০)

সুতরাং নির্বাচনী প্রচারের পোস্টার হোক বা ওয়াজ মাহফিলের পোস্টার হোক, বিনা অনুমতিতে অন্যের বাড়ির দেওয়ালে লাগানো যাবে না। হয় কারো ক্ষতি না করে প্রচারের উপায় খুঁজে বের করতে হবে অথবা পোস্টার লাগানোর নির্ধারিত জায়গায় পোস্টার লাগাতে হবে। ব্যক্তিমালিকানাধীন বাড়ির দেওয়ালে পোস্টার লাগানো বেশি জরুরি হলে বাড়ির মালিকের অনুমতি নিয়ে পোস্টার লাগানো যেতে পারে।

ওএফএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।