ঢাকার যেসব মসজিদে নারীরা তারাবিহ পড়তে পারবেন

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৭ মার্চ ২০২৩

নারীদের জন্যও মসজিদে গিয়ে নামাজ আদায় করার বিধান রয়েছে। তবে মসজিদে গিয়েই নামাজ আদায় করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দেশের সব মসজিদে নারীদের নামাজ পড়ার সুযোগ না থাকলেও ঢাকাসহ দেশের কিছু মসজিদে নারীদের জামাতে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিশেষ করে ঢাকার কিছু মসজিদে নারীদের তারাবিহতে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

পবিত্র রমজান মাস এলে মসজিদে গিয়ে জামাতে তারাবিহ পড়া নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। যে কারণে নগরীর বেশ কিছু মসজিদে কিয়ামুর রমজান তথা তারাবিহ নামাজ খতমে কোরআনের মাধ্যমে আদায় করার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। যেসব মসজিদে নারীরা তারাবিহ পড়তে পারবেন; তাহলো-

১. বায়তুল মোকাররম জাতীয় মসজিদ;

১. গাউসুল আজম মসজিদ, মহাখালী;

৩. গুলশানের কেন্দ্রীয় আজাদ মসজিদ;

৪. টিপটপ মসজিদ, কাকরাইল;

৫. কাঁটাবন মসজিদ;

৬. ইস্টার্ন হাউজিং মসজিদ;

৭. ইস্টার্ন মল্লিকা মসজিদ;

৮.  তাকওয়া মসজিদ, ধানমন্ডি;

৯. উত্তরার ৭ নম্বর সেক্টর মসজিদসহ ৩, ৪ ও ৯ নম্বর সেক্টরের অনেক মসজিদে নারীদের তারাবিহ নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে।

এছাড়াও রাজধানীর অনেক এলাকায় বাসার ছাদে নিজস্ব উদ্যোগে নারীদের জন্য আলাদা খতমে কোরআনের মাধ্যমে তারাবিহ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য খতমে কোরআনের মাধ্যমে তারাবিহ নামাজ আদায়ের এসব ব্যবস্থা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তবে নারীদের এসব জামাতের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যাতে কোনো ধরনের অনিয়ম ও দুর্ঘটনা না ঘটে।

এমএমএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।