মরক্কোর বাদশাহর আমন্ত্রণে রাবাত যাচ্ছেন কারি শাইখ আহমাদ

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১২:৩৫ পিএম, ০২ এপ্রিল ২০২৩
আহমাদ বিন ইউসুফ আল আযহারী ও মরক্কোর বাদশাহ মুহাম্মাদ (ষষ্ঠ)

মরক্কোর বাদশাহ মুহাম্মাদের (ষষ্ঠ) আমন্ত্রণে পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য রাবাত যাচ্ছেন ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা’র (ইক্বরা) সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

রোববার (২ এপ্রিল) রাতে রাবাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। এ নিয়ে সপ্তমবারের মতো কুরআন তেলাওয়াত করতে রাবাত যাচ্ছেন শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী।

২০১৪ সাল থেকে প্রতিবছর রমজানে মরক্কোর বাদশাহর অতিথি হয়ে রাবাত সফর করেন তিনি। করোনা মহামারির কারণে তিন বছর বন্ধ থাকায় এ বছর পুনরায় শুরু হতে যাচ্ছে ঐতিহাসিক এ অনুষ্ঠান।

কারি আহমাদ ইউসুফ আযহারী বাংলাদেশে বিশুদ্ধ তেলাওয়াত ও কিরাতের রূপকার এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক কারি মুহাম্মাদ ইউসুফের (রহ.) বড় ছেলে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।