জুমার দিন হাজার বছরের সওয়াব পাওয়ার একটি আমল কী?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ১১:৪১ এএম, ২৬ মে ২০২৩

জুমার দিন পাঁচটি শর্ত পূরণ করে একটি আমল করতে পারলেই মিলবে হাজার হাজার বছর ধরে নফল নামাজ পড়া ও নফল রোজা রাখার সওয়াব। শর্তসহ সে আমলটি কী?

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ৫টি শর্ত পূরণ করে জুমার নামাজ পড়তে আসবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মসজিদে আসার প্রতি কদমের বিনিময়ে ১ বছরের নফল নামাজ ও নফল রোজা রাখার সওয়াব দান করবেন। শর্ত ৫টি হলো-

১. জুমার দিন গোসল করে মসজিদে আসা।

২. আগে আগে মসজিদে আসা।

৩. পায়ে হেঁটে মসজিদ আসা।

৪. মসজিদে এসে ইমামের কাছাকাছি বসা। এবং

৫. মনোযোগ দিয়ে খুতবা শোনা।

জুমার দিন এ ৫টি শর্ত পূরণ করে যারাই নামাজ পড়তে মসজিদে আসবে, তাদের মসজিদে উপস্থিত হওয়ার প্রতি কদমের বিনিময়ে এক বছরের নফল রোজা রাখার ও নফল নামাজ পড়ার সওয়াব মিলবে। এখন যে যত কদম অতিক্রম করে মসজিদে আসবে তার ততবেশি সওয়াব হবে।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, জুমার দিন ছোট্ট এ পাঁচটি শর্ত যথাযথভাবে মেনে জুমার নামাজ পড়তে মসজিদে উপস্থিত হওয়া। যে যত বেশি কদম বা পদক্ষেপ অতিবাহিত করবে, তার সওয়াবও হবে ততবেশি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রত্যেক জুমার দিনে উল্লেখিত ৫টি শর্ত মেনে জুমার নামাজ যথাযথভাবে আদায় করে মুহূর্তেই হাজার হাজার বছরের সওয়াব পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।