কেউ ভালো কাজ করলে কী দোয়া করবেন?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১০ জুলাই ২০২৩

মুসলিম কিংবা অমুসলিম; যে কেউ ভালো কাজ করতে পারে। তাদের কেউ ভালো কাজ করলে তাদের জন্যও কল্যাণের দোয়া করা যাবে। তাদের কৃতজ্ঞতা জানানো যাবে। কিন্তু তাদের ভালো কাজের জন্য কী দোয়া করতে হবে? এ বিষয়টি কি ইসলাম সমর্থন করে?

হ্যাঁ, মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, কেউ কারো উপকার করলে কিংবা কেউ কোনো ভালো কাজ করলে তার জন্য দোয়া করার দিকনির্দেশনা এসেছে হাদিসে। তাদর জন্য দোয়াগুলো হবে এমন-

> অমুসলিমের জন্য দোয়া

অমুসলিম (হিন্দু, বৌদ্ধ, ইহুদি কিংবা খ্রিস্টান যে-ই হোক) ভালো কাজ করলে তাদের জন্য সুন্দর শ্রুতিমধুর ছোট্ট একটি দোয়া রয়েছে। তাহলো-

جَمَّلَكَ اللهُ

উচ্চারণ : ঝাম্মালাকাল্লাহ

অর্থ : আল্লাহ আপনাকে সৌন্দর্যমণ্ডিত করুন।

> মুসলিমের জন্য দোয়া

ভালো কাজ করা ব্যক্তি যদি মুসলিম হয় তবে তার জন্যও রয়েছে ছোট্ট একটি দোয়া। নবিজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মুসলিম উম্মাহর যে কোনো ভালো কাজের বিনিময়ে এ দোয়া বলার নসিহত পেশ করেছেন-

جَزَاكَ اللهُ خَيْرًا

উচ্চারণ : ঝাযা-কাল্লা-হু খাইরান। (তিরমিজি)

অর্থ : আল্লাহ তাআলা আপনাকে (কাজের) উত্তম বদলা প্রতিদান করুন।

আল্লাহ তাআলা সবাইকে ভালো কাজের বিনিময়ে উত্তম ভাষায় মুসলিম-অমুসলিম উভয়ের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।