কোরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা করা কি জরুরি?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৩

কারও হাত থেকে অনিচ্ছাকৃতভাবে কোরআন পড়ে গেলে কোরআন ওজন করে চাল, গম বা এ জাতীয় কিছু সদকা করা জরুরি এ রকম একটি প্রচলন আমাদের গ্রামাঞ্চল ও শহরের মানুষদের মধ্যেও রয়েছে। এটা ভুল প্রচলন। কোরআন হাত থেকে পড়ে গেলে ওজন করে সদকা করার নির্দেশ কোরআন-হাদিসে নেই। কোরআন ওজন করে সদকার পরিমাণ নির্ধারণের পদ্ধতিও শরিয়তে অভিনব ও মানুষের বানানো।

অসতর্কতার কারণে কোরআন হাত থেকে পড়ে গেলে তওবা-ইস্তিগফার করতে হবে। ভবিষ্যতে যেন এমনটি না হয় মনে মনে এই অঙ্গীকার করতে হবে। সম্ভব হলে কিছু সদকাও করা যায়। সদকা যে কোনো পাপ মোচনের জন্যই সহায়ক। রাসুল (সা.) বলেছেন,

الصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ؛ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ
সদকা গুনাহ মোচন করে, যেভাবে পানি আগুন নেভায়। (সহিহ বুখারি)

তবে কোরআন পড়ে যাওয়ার জন্য সদকা করাও জরুরি বা বাধ্যতামূলক নয় এবং এটাকে জরুরি মনে করা ঠিক নয়।

ওএফএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।