দুনিয়াবি বিপদ-আপদের প্রতিদান

ওমর ফারুক ফেরদৌস
ওমর ফারুক ফেরদৌস ওমর ফারুক ফেরদৌস , আলেম ও লেখক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৪

দুনিয়াতে অনেক বিপদ-আপদ আল্লাহর শাস্তি হিসেবে আসে। বান্দা গুনাহ করতে করতে যখন বেশি বেপরোয়া হয়ে যায়, তখন আল্লাহর শাস্তি নেমে আসে। মানুষের বিভিন্ন অনিয়ম, নিজের ওপর, প্রকৃতি ও পরিবেশের ওপর জুলুমের অবশ্যম্ভাবি ফল বা শাস্তি হিসেবেও বিভিন্ন বালা মসিবত আসে। কোরআনে আল্লাহ বলেছেন,

ظَهَرَ الۡفَسَادُ فِی الۡبَرِّ وَ الۡبَحۡرِ بِمَا کَسَبَتۡ اَیۡدِی النَّاسِ لِیُذِیۡقَهُمۡ بَعۡضَ الَّذِیۡ عَمِلُوۡا لَعَلَّهُمۡ یَرۡجِعُوۡنَ

মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, ফলে তাদেরকে কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে। (সুরা রূম: ৪১)

এ ছাড়া মুমিনের জীবনে অনেক বিপদ আল্লাহর পরীক্ষা হিসেবে আসে। মুমিনকে দুনিয়াতে ভয়, ক্ষুধা, জীবন ও সম্পদের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করার ঘোষণা দিয়ে কোরআনে আল্লাহ বলেছেন,

وَلَنَبۡلُوَنَّکُمۡ بِشَیۡءٍ مِّنَ الۡخَوۡفِ وَ الۡجُوۡعِ وَ نَقۡصٍ مِّنَ الۡاَمۡوَالِ وَ الۡاَنۡفُسِ وَ الثَّمَرٰتِ ؕ وَ بَشِّرِ الصّٰبِرِیۡنَ

তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষয়-ক্ষতি (এসবের) কোনকিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব, ধৈর্যশীলদেরকে সুসংবাদ প্রদান কর। (সুরা বাকারা: ১৫৫)

দুনিয়াবি বিপদ-আপদে ধৈর্য ধারণ করলে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের ঘোষণাও আছে। উল্লিখিত আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বিপদ-আপদের মাধ্যমে পরীক্ষার কথা উল্লেখ করার পর ধৈর্যশীলদের পুরস্কারের সুসংবাদ দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন হাদিসেও দুনিয়াবি বিপদ-আপদের প্রতিদানের কথা এসেছে। আবু হোরায়রা (রা.) ও আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে নবিজি (সা.) বলেছেন, দুনিয়ার বড় ও ছোট সব রকম বিপদ-আপদের বদলে বান্দার গুনাহ মাফ হয়। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, মুসলমানের ওপর এমন কোনো বিপদ আসে না, কোনো রোগ, কোনো ভাবনা, কোন চিন্তা, কোন দুঃখ-কষ্ট হয় না, এমনকি তার গায়ে একটি কাঁটাও ফোটে না, যার দ্বারা আল্লাহ তার গুনাহ মাফ না করেন। (সহিহ বুখারি: ৫৬৪১, সহিহ মুসলিম: ২৫৭২)

ওএফএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।