পণ্য ক্রয় করার আগে অনলাইনে বিক্রি করা যাবে?

সাধারণ অবস্থায় কোনো পণ্য কেনার আগে ওই পণ্য বিক্রি করা নিষিদ্ধ। নিজের মালিকানায় নেই এমন এমন পণ্য বিক্রির ব্যাপারে হাদীস শরীফে নিষেধাজ্ঞা এসেছে। হাকিম ইবনে হিজাম (রা.) বলেন, আমি একদিন আল্লাহর রাসুলকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললাম, এক ব্যক্তি এমন কোনো বস্তু আমার কাছে ক্রয় করতে চায় যা আমার কাছে নেই, আমি কি বাজার থেকে তার জন্য তা কিনে আনবো? আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন,
لَا تبِعْ مَا ليسَ عندَكَ
যা তোমার কাছে নেই, তা বিক্রি করো না। (সুনানে আবু দাউদ: ৩৫০৩, সুনানে নাসাঈ: ৪৬১৩)
এই নিষেধাজ্ঞার কারণ হলো, এ রকম বেচাকেনায় ধোঁকা ও প্রতারণার সম্ভাবনা থাকে। বিক্রেতা পরবর্তীতে পণ্য পাবে কি না বা পেলেও পণ্যের যে গুণাবলির কথা উল্লেখ ছিল, সে ধরনের পণ্য ক্রেতাকে বুঝিয়ে দিতে পারবে কি না- এসবের নিশ্চয়তা থাকে না। তাই সাধারণ অবস্থায় পণ্য কিনে হস্তগত করার পরই তা বিক্রি করতে হবে।
তবে বর্তমানে অনলাইনে পণ্য বিক্রির যে প্রচলন রয়েছে সেক্ষেত্রে ক্রেতারা সাধারণত অর্ডার করার সময়ই অবগত থাকে যে, অনেক অনলাইন বিক্রিকারী প্রতিষ্ঠানের কাছে পণ্য মজুদ থাকে না; বরং অর্ডার পাওয়ার পর সে অন্যের কাছ থেকে পণ্য সংগ্রহ করে ডেলিভারি দেয়। তাই এ ক্ষেত্রে ক্রেতার অর্ডারটিকে ক্রয় না ধরে সরবরাহের আদেশ হিসাবে গণ্য করা যায়। এ হিসাবে তা নাজায়েজ হবে না।
এ ক্ষেত্রে পণ্য ডেলিভারির সময় ক্রেতার পণ্য বুঝে নিয়ে মূল্য প্রদান করার বুঝে মাধ্যমেই বিক্রি সম্পন্ন হয়েছে বলে ধর্তব্য হবে।
ওএফএফ/এএসএম