২০ জন দরিদ্রকে একবেলা খাওয়ালে কসমের কাফফারা আদায় হবে?

ইসলাম ডেস্ক
ইসলাম ডেস্ক ইসলাম ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৫ আগস্ট ২০২৪
দশজন দরিদ্রকে দুই বেলা খাবার খাওয়ানো কসমের কাফফারার একটি উপায়

কেউ যদি আল্লাহর নামে কোনো কসম করে পরে তা রক্ষা করতে ব্যর্থ হয়, শপথটি ভেঙে ফেলে, তাহলে সেজন্য কাফফারা দিতে হয়। কসম ভঙ্গের কাফফারা হলো দশজন দরিদ্র ব্যক্তিকে দুই বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়ানো অথবা দশজন দরিদ্র ব্যক্তিকে এক জোড়া করে পোশাক দান করা, সামর্থ্য না থাকলে তিন দিন রোজা রাখা। কসমের কাফফারার বিধান বর্ণনা করে কোরআনে আল্লাহ বলেন,

لَا یُؤَاخِذُکُمُ اللّٰهُ بِاللَّغۡوِ فِیۡۤ اَیۡمَانِکُمۡ وَ لٰکِنۡ یُّؤَاخِذُکُمۡ بِمَا عَقَّدۡتُّمُ الۡاَیۡمَانَ فَکَفَّارَتُهٗۤ اِطۡعَامُ عَشَرَۃِ مَسٰکِیۡنَ مِنۡ اَوۡسَطِ مَا تُطۡعِمُوۡنَ اَهۡلِیۡکُمۡ اَوۡ کِسۡوَتُهُمۡ اَوۡ تَحۡرِیۡرُ رَقَبَۃٍ ؕ فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ ثَلٰثَۃِ اَیَّامٍ

আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না অর্থহীন কসমের ব্যাপারে, কিন্তু যে কসম তোমরা দৃঢ়ভাবে কর সে কসমের জন্য তোমাদেরকে পাকড়াও করেন। সুতরাং এর কাফফারা হল দশ জন মিসকীনকে খাবার দান করা, মধ্যম ধরনের খাবার, যা তোমরা নিজেদের পরিবারকে খাইয়ে থাক, অথবা তাদের বস্ত্র দান করা, কিংবা একজন দাস-দাসী মুক্ত করা। যে সামর্থ্য রাখে না, তার জন্য তিন দিন রোজা রাখা। (সুরা মায়েদা: ৮৯)

মিসকিনদের খাবার খাওয়ানোর মাধ্যমে কসমের কাফফারা আদায় করতে চাইলে দশজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে যেভাবে আয়াতে বলা হয়েছে। বিশজন মিসকিনকে এক বেলা খাবার খাওয়ালে কসমের কাফফারা আদায় হবে না। একইভাবে পোশাক দান করার মাধ্যমে কাফফারা আদায় করতে চাইলে দশজন মিসকিনকে এক জোড়া করে পোশাক দিতে হবে।

শপথ ভঙ্গের কাফফারা টাকা দিয়েও আদায় করা যাবে। খাবার খাওয়ানো বা পোশাক বিতরণের বদলে এর যে কোনোটির মূল্য অর্থাৎ দশজন মিসকিনকে দুই বেলা মধ্যম মানের খাবার খাওয়ালে যে ব্যয় হতো তা হিসাব করে বা দশ জোড়া পোশাকের মূল্য সদকা করলে কফফারা আদায় হয়ে যাবে।

সদকায়ে ফিতরের পরিমাণ টাকাকে একজন মানুষের দুই বেলা খাবারের খরচ ধরা হয়। এ হিসেবে সদকায়ে ফিতরের পরিমাণকে দশ দিয়ে গুণ দিলে যত টাকা হয়, তাই হবে কসমের কাফফারা। যেমন গত রমজানে সদকায়ে ফিতর ছিল সর্বনিম্ন ১১৫ টাকা যা ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটার বাজারমূল্য। এর দশ গুণ অর্থাৎ ১১৫০ টাকা দান করলে কসমের কাফফারা আদায় হয়ে যাবে। আটার বাজারমূল্য বাড়লে বা কমলে এই অংকও বাড়বে বা কমবে।

ওএফএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।