পলাশে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন শুরু


প্রকাশিত: ১১:২১ এএম, ০২ জানুয়ারি ২০১৭

নরসিংদীর পলাশে সাত দিনব্যাপী ডাঙ্গা আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন শুরু হয়েছে। রোববার রাতে ডাঙ্গা হাইস্কুল প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও পলাশ আসনের এমপি কামরুল আশরাফ খান পোটন।

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহাসম্মেলনের মহাসচিব আজহার খন্দকার।

Faridpur

সাত দিনব্যাপী সম্মেলনে দেশ ও বিদেশের প্রখ্যাত আলেমরা ওয়ায়েজীনী কেরাম পরিবেশন করবেন। এতে কয়েক লাখ মুসল্লি অংশ নেবেন বলে জানান আয়োজকরা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ায়েজীনে কেরাম পরিবেশন করেন সোনারগাঁও বারোদি আলিয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মো. সিদ্দীকুর রাহমান যুক্তিবাদী, হযরত মাওলানা আব্দুল হান্নান সাহাত প্রমুখ।
 
সঞ্জিত সাহা/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।