জাদুর প্রভাব থেকে মুক্তি লাভের উপায়


প্রকাশিত: ০৫:১৬ এএম, ২৫ জানুয়ারি ২০১৭

হজরত ওয়াহাব রহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি জাদু-টোনার শিকার হয়, তাঁকে জাদুর প্রভাব থেকে মুক্ত করতে হলে নিম্নোক্ত আমলটি করতে হবে। আর তা হলো-

কুলের সাতটি পাতা পাটায় বেটে পানিতে মিশাতে হবে। অতঃপর আয়াতুল কুরসি পড়ে ওই পাটা পাতার ওপর ফু দিতে হবে। সেগুলো পানির সঙ্গে মিশাতে হবে। তা থেকে জাদুকৃত ব্যক্তিকে তিন ঢোক পানি পান করাতে হবে।

অবশিষ্ট পানি দিয়ে গোসল করাতে হবে। ইনশাল্লাহ! এ আমলের কারো প্রতি জাদু ক্রিয়া হয়ে থাকে; তবে তা নষ্ট হয়ে যাবে।
Jado

বিশেষ করে-
এ আমল ওই ব্যক্তির জন্য বেশি মঙ্গলজনক, যে ব্যক্তিকে তার স্ত্রী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

তাছাড়া জাদু ক্রিয়া নষ্ট করার সবচেয়ে বড়ি চিকিৎসা হলো- সুরা ফালাক্ব ও সুরা নাস।

হাদিসে এসেছে, ‘এ সুরাগুলোর চেয়ে বড় রক্ষাকবচ আর নেই। আর আয়াতুল কুরসিও শয়তানকে দূর করার জন্য বড়ই ফলদায়ক।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জাদুর প্রভাব থেকে মুক্ত থাকতে উল্লেখিত কুরআনি আমল যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।