১০ রমজান : আজকের দোয়া


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৬ জুন ২০১৭

পবিত্র রমজান মাসের প্রথম দশকের শেষ দিন আজ। আজ সন্ধ্যা থেকেই শুরু হবে মাগফিরাতের দশক। মুসলিম উম্মাহর রহমত লাভের শেষ দিন আজ। এ দিনে রহমত লাভ বান্দার একান্ত চাওয়া-পাওয়া। আল্লাহর রহমত লাভে ধন্য হতে একটি দোয়া তুলে ধরা হলো-

Doa

বিজ্ঞাপন

উচ্চারণ : আল্লাহুম্মাঝ আ’লনি ফিহি মিনাল মুতাওয়াক্কিলিনা আ’লাইকা; ওয়াঝআ’লনি ফিহি মিনাল ফাইযিনা লাদাইকা; ওয়াঝআ’লনি ফিহি মিনাল মুক্বাররাবিনা ইলাইকা; বিইহসানিকা ইয়া গাইয়াতিত ত্বালিবিন।

অর্থ : হে আল্লাহ! তোমার প্রতি যারা ভরসা করেছে আমাকে সেই ভরসাকারীদের অন্তর্ভূক্ত কর। তোমার অনুগ্রহের মাধ্যমে আমাকে শামিল করো সফলকামদের মধ্যে এবং আমাকে তোমার নৈকট্যলাভকারী বান্দাদের অন্তর্ভূক্ত করে নাও। হে অনুসন্ধানকারীদের শেষ গন্তব্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Vision

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

পরিশেষে...
আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দারে মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।