বাংলাদেশি আলেম মাওলানা শহীদুল্লাহর ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’ অর্জন

ধর্ম ডেস্ক
ধর্ম ডেস্ক ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

সাংবাদিক, ইসলামিক স্কলার ও অ্যাক্টিভিস্ট মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি এ আলেম এ বছর ‘অ্যাকসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল’ (আহরি) এর পক্ষ থেকে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে যাচ্ছেন তরুণ এ আলেম। সমাজে শান্তি প্রতিষ্ঠাই তার একান্ত লক্ষ্য। এক্ষেত্রে আন্তঃধর্মীয় সংলাপসহ বিভিন্ন বিষয়ে তার উদ্যোগ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে বলে আমাদের বিশ্বাস।

‘অ্যাকসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল’র (আহরি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. এমএ হক এমন অর্জনের জন্য মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহকে শুভেচ্ছা জানান এবং সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, মাওলানা মুহাম্মাদ শহীদুল্লাহর বাংলাদেশের নেত্রকোনায় জন্ম। শিক্ষাজীবনে তিনি বাংলাদেশের ঐতিহ্যাবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছারছিনা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা থেকে দাখিল, আলিম, ফাজিল ও কামিলে বোর্ড স্ট্যান্ড করে কৃতিত্বের সাক্ষর রাখেন।

পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবন শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। সেখান থেকে উচ্চ শিক্ষাগ্রহণে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে গমন করেন। এছাড়া সেখানে তিনি আইটিভি, এনটিভিসহ অনেক গণমাধ্যমেই ইসলাম ও সমকালীন বিষয় নিয়ে একাধিক অনুষ্ঠান পরিচালনা করছেন।

এমএমএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।