টঙ্গীতে জোড় ইজতেমা শুরু


প্রকাশিত: ০৬:১২ এএম, ২৮ নভেম্বর ২০১৪

শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা, যেটি প্রতিবছর মূল ইজতেমা শুরুর ৪০দিন আগে হয়ে থাকে।

আগামী মঙ্গলবার সকালে মোনাজাতের মধ্য দিয়ে এ জোড় ইজতেমার কার্যক্রম শেষ হবে। কয়েক হাজার মুসল্লি জোড় ইজতেমায় অংশ নিতে ইজতেমা মাঠে সমবেত হয়েছেন।

তিন চিল্লায় অংশ নেওয়া দেশ-বিদেশী মুসল্লি, আলেম ওলামারা এ জোড় ইজতেমায় অংশ নিচ্ছেন। প্রতিবছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের পূর্বে এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বীরা বয়ান করেন। পাশাপাশি আসন্ন বিশ্ব ইজতেমা প্রস্তুতি সম্পর্কে দিক নির্দেশনা দেন। জোড় ইজতেমা শেষে মুসল্লিদের একটি অংশ দাওয়াতী কাজে দেশ-বিদেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়বেন এবং একটি অংশ ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজের তদারকিতে থাকবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।