মরদেহ বহনের সময় মৃত ব্যক্তি যা বলে...


প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৬

মানুষ মৃত ব্যক্তির জানাযার পর মরদেহ নিয়ে যখন কবরস্থানে দিকে রওয়ানা হয়। তখন মৃত ব্যক্তি মানুষকে আহ্বান করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে চায়। যা মানুষ শুনতে পায় না কিন্তু অন্যান্য জীব-জন্তু শুনতে পায়। এ ব্যাপারে হাদিসে এসেছে-

Death-Inner

হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহ আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, যখন মৃত ব্যক্তিকে পুরুষেরা তাদের কাঁধে করে নিয়ে যায়, তখন যদি সে (মৃত ব্যক্তি) নেককার হয়, তাহলে সে বলে, আমাকে পৌছে দাও। আর যদি বদকার হয়, তাহলে বলেন, হায় আফসোস! একে কোথায় নিয়ে যাচ্ছে ওরা। মানুষ ব্যতিত সবাই তার আর্তনাদ শুনতে পাবে। আর মানুষ যদি তা শুনতো তবে তারা বেহুশ হয়ে পড়েতো। (বুখারি)

আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর প্রিয় বান্দা হওয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।