বারডেমের ছাদে ৫০ টনের ভারি মেশিন


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

বৃহৎ চার মোবাইল অপারেটর কোম্পানির দখলে বারডেম হাসপাতালের গোটা ছাদ। ১৬ তলা ভবন বিশিষ্ট ডায়াবেটিস রোগীদের সুচিকিৎসার বিশেষায়িত এ হাসপাতালটির তেরো হাজারেরও বেশি বর্গফুট আয়তনের ছাদটিতে গ্রামীণ ফোন, বাংলা লিংক, এয়ারটেল ও রবি কোম্পানির ভারি ব্যাটারি, যন্ত্রপাতি ও মেশিনারি স্থাপন করা হয়েছে।

hospital
এক যুগেরও বেশি সময়ের পুরোনো এ টাওয়ার ছাদ ধসে পড়ে রোগী ও তাদের স্বজনদের মৃত্যুসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। শুধু তাই নয়, হালি খানেক মোবাইল অপারেটর কোম্পানির উঁচু উঁচু টাওয়ার থেকে উচ্চমাত্রার বিকিরণ নিঃসরণের ফলে বারডেম হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মকর্তা, রোগী ও তাদের স্বজনদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।

hospital
মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে হাসপাতাল ভবনটির ছাদের দুই তৃতীয়াংশ জুড়ে বিভিন্ন মোবাইল কোম্পানির বড় বড় স্থাপনা, টাওয়ার ও তারের ছড়াছড়ি। ছাদে পা ফেলার জায়গাটুকুও নেই বললেই চলে। যে অংশটি ফাঁকা রয়েছে সেখানে বিএসসি বেসিক নার্সিং ও পোস্ট বেসিক নার্সিং কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, বারডেম হাসপাতাল ভবনটি ৩০ বছরেরও বেশি সময়ের পুরোনো। মোবাইল অপারেটর কোম্পানিগুলোর স্থাপনের ফলে ইতোমধ্যেই ছাদের কিছু অংশে ছোটখাট ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প ও ঝড় বৃষ্টিতে ছাদ ধসে পড়লে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

hospital
নাম প্রকাশ না করার শর্তে নার্সিং কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বলেন, হাসপাতালের ছাদে উচ্চমাত্রার বিকিরণ সম্পন্ন টাওয়ার স্থাপনের ফলে তাদের ক্যান্সারসহ বিভিন্ন রোগ-ব্যাধিতে আক্রান্ত হতে পারেন।

এ ব্যাপারে জানতে হাসপাতালের একাধিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো প্রকার মন্তব্য করতে রাজি হননি।

এমইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।