খোলা আকাশের নিচে গ্রাজুয়েট নার্সদের পাঠদান
খোলা আকাশের নিচে চলছে বারডেম নার্সিং কলেজে গ্রাজুয়েট নার্সদের ক্লাস। স্থান সংকুলানের অভাবে পর্যাপ্তসংখ্যক শ্রেণিকক্ষ না থাকায় নিরুপায় হয়ে ছাদে চেয়ার পেতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নার্সিং কলেজ স্থাপন নীতিমালা অনুসারে নার্সিং কলেজ পরিচালনার জন্য পর্যাপ্তসংখ্যক শিক্ষক, শিক্ষা উপকরণ, শ্রেণি কক্ষ, ল্যাবরেটরি সুযোগ সুবিধা থাকা বাধ্যতামূলক। কিন্তু অনুমোদন পাওয়ার পর তিন বছর কেটে গেলেও এখন পর্যন্ত নীতিমালার শর্ত পূরণ করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।
এদিকে, শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগে কোর্সটি বন্ধ ও দেড় শতাধিক শিক্ষার্থীর নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা বন্ধ হওয়ার আশঙ্কায় চিন্তিত কর্তৃপক্ষ। অনুসন্ধানে জানা গেছে, তিন বছর আগে বারডেম হাসপাতালের ১৬তলায় বারডেম নার্সিং কলেজের কার্যক্রম শুরু হয়। এখানে চার বছর মেয়াদি বেসিক বিএসসি ইন নার্সিং ও দুই বছর মেয়াদি পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কলেজে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে বেসিক বিএসসিতে ৯০জন ও পোস্ট বেসিক বিএসসি কোর্সে ৬৮ জন শিক্ষার্থী পড়াশুনা করছেন।
নাম প্রকাশ না করার শর্তে নার্সিং কলেজের একাধিক শীর্ষ কর্মকর্তা জানান, পরিকল্পনা অনুসারে বারডেম হাসপাতালের ছাদে নতুন স্থাপনা তথা শ্রেণি কক্ষ তৈরি করে শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা থাকলেও ছাদে বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির বড় ধরনের স্থাপনা না থাকায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।
১৬তলা ভবনের মধ্যভাগে নার্সিং কলেজের যেটুকু জায়গা রয়েছে তাতে স্বাভাবিক উপায়ে নিয়মিত বিভিন্ন ব্যাচের ক্লাস গ্রহণ, পরীক্ষাসহ প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। শীতকালে কোনভাবে ছাদে স্থাপনার ফাঁকে ফাঁকে চেয়ার পেতে ক্লাস করাতে পারলেও গরমকালে তাও সম্ভব হবে না।
বেসিক বিএসসি কোর্সের কয়েকজন শিক্ষার্থী বলেন, বিজ্ঞানের শিক্ষার্থী হওয়ায় তারা জানেন, উচ্চ বিকিরণ সম্পন্ন টাওয়ারের আশেপাশে ক্লাস করার ফলে তাদের ক্যান্সারসহ বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে। খুব শিগগিরই ভাল শ্রেণি কক্ষের ব্যবস্থা করা হবে এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এতদিন ধৈর্য্যধারণ করেছেন। খুব শিগগিরই শ্রেণি কক্ষের সমাধান না হলে তারা আন্দোলনে নামবেন বলে ঈঙ্গিত দেন।
সার্বিক বিষয়ে জানতে নার্সিং কলেজের প্রিন্সিপাল ও বারডেম হাসপাতালের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা শ্রেণিকক্ষের সংকটের কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
এমইউ/এসকেডি/আরআইপি