৮ রানে ৪ উইকেটের পতন আইরিশদের, দারুণ শুরু জিম্বাবুয়ের

একমাত্র টেস্টে অতিথি দল আয়ারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে দারুণ জয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ৪৯ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। এতে ১-০ তে এগিযে স্বাগতিক দল।
আজ শুক্রবার বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৯৯ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে আয়ারল্যান্ড গুটিয়ে গেছে ৪৬ ওভারে ২৫০ রানে।
একটা পর্যায়ে মনে হয়েছিল, শেষদিকে ম্যাচ জমিয়ে দেবে আয়ারল্যান্ড। ৪৪.২ ওভারে সফরকারীদের রান ছিল ৬ উইকেটে ২৪২ রান। জয়ের জন্য তখন ৩৪ বলে দরকার ৫৮ রান।
কিন্তু এরপরই তালগোল পাকিয়ে ফেলে আইরিশরা। মাত্র ৮ রানে নিতেই বাকি ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ৪ বলের মধ্যে আউট দুই সেট ব্যাটার অ্যান্ডি ম্যাকব্রাইন ও জর্জ ডকরেল। এরপর আর কেউ দাঁড়াতেই পারেনি।
আইরিশদের হয়ে কার্টিস ক্যাম্পার সর্বোচ্চ ৫৭ বলে ৪৪ রান করেন। এছাড়া হ্যারি টেক্টর ৭৮ বলে ৩৯, ডকরেল ৩৫ বলে ৩৪, অধিনায়ক পল স্টারলিং ২৮ বলে আর ম্যাকব্রাইন ৩২ বলে ৩২ করে রান নেন। বাকিরা ছিলেন এক অংকে বন্দি।
এর আগে জিম্বাবুয়ের বড় রানের সংগ্রহ একাই গড়ে দেন ওপেনার ব্রিয়ান বেনেট। ১৬৩ বলে ১৬৯ রান (২০ চার ও ৩ ছক্কায়) করেন তিনি। এছাড়া অধিনায়ক ক্রেইগ এরবাইন ৬১ বলে ৬৬ রান করেন। বেন কারেনের অবদান ৪৪ বলে ২৮ রানের।
বল হাতে জিম্বাবুয়ের হয়ে ৪১ রানে ৪ উইকেট শিকার করেন ব্লেসিং মুজারাবানি। ৩ উইকেট নেন রিচার্ড এনগারাবা। আইরিশদের হয়ে ২ উইকেট থলিতে জমা করেন মার্ক অ্যাডায়ার।
এমএইচ/