বাবর-রিজওয়ান-শাহিনের অ্যাকাউন্ট ব্লক করলো ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০২ মে ২০২৫

পহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন আফ্রিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। একইসঙ্গে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, যেমন- হানিয়া আমির ও আলি ফাজলের অ্যাকাউন্টও এখন থেকে ভারতে দেখা যাবে না।

এমনকি সর্বশেষ অলিম্পিকে স্বর্ণপদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বৃহস্পতিবার ব্লক করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পহেলগামের একটি ময়দানে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত ও অনেকে আহত হন। এই হামলার পাকিস্তানকে দায়ী করে ভারত। অন্যদিকে পাকিস্তান সরকার মনে করছে, ভারত নিজেরাই এ ঘটনা ঘটিয়ে পাকিস্তানের ওপর দায় দিচ্ছে।

পাকিস্তানি তারকাদের কেউ কেউ সরকারের মন্তব্যকে সমর্থন করছেন। আবার কেউ মনে করছেন, ভারতীয় সেনাবাহিনীর অদূরদর্শিতা ও অযোগ্যতার ফলেই এ হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই ভারত সরকার পাকিস্তানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে একের এক পদক্ষেপ নিতে শুরু করে। বিশেষ করে ভারতে যেসব তারকাদের বিশাল অনুসারী রয়েছে, তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে চলতি সপ্তাহে সাবেক ক্রিকেটার শোয়েব আখতার, বাসিত আলি ও শহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে ভারত। এসব চ্যানেলের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এনে এই পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদী সরকার।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।