যুদ্ধের পর শুরু আইপিএল

প্রথম ম্যাচেই বৃষ্টির বাধা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৭ মে ২০২৫

ভারত-পাকিস্তান চারদিনের যুদ্ধে অনেক কিছু থমকে গিয়েছিল। যার মধ্যে ছিল আইপিএল এবং পিএসএলও। যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। আইপিএল এবং পিএসএলও আজ থেকে শুরু হয়ে গেছে।

আইপিএলের বাকি অংশের প্রথম ম্যাচ আজ শুরু হওয়ার কথা বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই পর্বের শুরুতেই বৃষ্টির বাধায় থমকে গেছে আইপিএল।

বেঙ্গালুরুতে তুমুল বৃষ্টির কারণে সময়মত টসই করা সম্ভব হয়নি। শুধু তাই নয়, থমকে থমকে বৃষ্টি বাড়ছেই। যে কারণে আইপিএলের আজকের ম্যাচ মাঠে গড়াবে কি না সেটা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে বেঙ্গালুরু। আর ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুর প্লে-অফ অনেকটা নিশ্চিত হয়ে গেছে। তবে, কেকেআরের প্লে-অফ অনিশ্চিত। আজ ম্যাচ না হলে পয়েন্ট ভাগাভাগি। তখন ম্যাচ বাকি থাকবে মাত্র একটি। তাতে তাদের প্লে-অফ খেলা আরও কঠিন হয়ে যাবে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।