পিএসএল ফাইনাল

লাহোর একাদশে শুধু রিশাদ, ব্যাট করছে কোয়েটা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৯ পিএম, ২৫ মে ২০২৫

দলে আছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন। তবে আগের দুই ম্যাচ খেলে পুরোপুরি ব্যর্থ সাকিব আল হাসান। সে তুলনায় লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত খেলেছেন রিশাদ হোসেন। মেহেদী হাসান মিরাজ নিজেকে মেলে ধরারেই সুযোগ পাননি।

ম্যাচটা যেহেতু ফাইনাল। সে কারণে পরীক্ষা-নীরিক্ষারও কোনো সুযোগ নেই। যার ফলে পিএসএল ফাইনালে লাহোরের একাদশে জায়গা পেয়েছেন কেবল রিশাদ হোসেন। একাদশের বাইরে সাইড লাইনে বসে শিরোপা লড়াই দেখতে হচ্ছে সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজকে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টুর্নামেন্টে দুর্দান্ত খেলে আসা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হয়েছে লাহোর। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোয়েটা অধিনায়ক সউদ শাকিল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল কোয়েটা। মাত্র ৪ রান করেই অধিনায়ক সউদ শাকিল আউট হয়ে যান লাহোরের অধিনায়ক শাহিন আফ্রিদির বলে।

সালমান মির্জার বলে ১২ রান করে উইকেট দিয়ে আসেন ফিন অ্যালেন। ২২ রান করে সাজঘরে ফেরেন রাইলি রুশো। তার উইকেট নেন সিকান্দার রাজা।

এ রিপোর্ট লেখার সময় কোয়েটার রান ৯.২ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৪। হাসান নওয়াজ ২০ বলে ৪৬ এবং অভিষেক ফার্নান্দো ৮ বলে ৮ রান নিয়ে ব্যাট করছেন।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।