৯ নম্বরে ঝড় তুলে তানজিম সাকিবের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩১ মে ২০২৫

ব্যাটাররা সবাই ব্যর্থ। নয় নম্বরে নেমে চমক দেখালেন তানজিম হাসান সাকিব। পাকিস্তানি বোলারদের পিটিয়ে ৩১ বলে ৫০ রানের ঝোড়ো এক ইনিংস খেললেন এই পেসার। যে ইনিংসে ১টি চারের সঙ্গে তিনি হাঁকান ৫টি ছক্কা।

লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের ২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছেন লিটন দাসের দল।

তবে দল হারলেও নয় নম্বরে নেমে বিশ্বরেকর্ড গড়েছেন তানজিম সাকিব। টেস্ট খেলুড়ে কোনো দেশের ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে নয় নম্বরে নেমে হাফসেঞ্চুরি করার একক কীর্তি এখন তার দখলে।

সবমিলিয়ে অবশ্য টি-টোয়েন্টিতে নয় নম্বরে নেমে হাফসেঞ্চুরি হাঁকানো দ্বিতীয় ব্যাটার তানজিম সাকিব। তার আগে একই কীর্তি ছিল কেবল অস্ট্রিয়ার বোলিং অলরাউন্ডার হামিদ শাফির। গত ১৭ মে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে নয় নম্বরে নেমে টি-টোয়েন্টিতে ফিফটি করেন হামিদ।

শুধু তাই নয়। টেস্ট খেলুড়ে কোনো দলের ব্যাটার হিসেবে নয় নম্বরে নেমে সর্বোচ্চ ৫টি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ডও এখন তানজিম সাকিবের।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।